fbpx
দুর্ঘটনাবাংলাদেশ

তাজরীন ট্রাজেডির ১১ বছর আজ

আজ ২৪ নভেম্বর। বাংলাদেশের পোশাক শ্রমিকদের শোকের দিন। ১১ বছর আগে আজকের এই দিনে আগুন লাগে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনের আটতলা ভবনে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায়, সেদিন ১১২ শ্রমিক মারা যান। এ ঘটনায় আহত হন আরও কয়েকশ শ্রমিক। সে সময় অভিযোগ ওঠে আগুন লাগার পর মেইন দরজা বন্ধ কোরে দেয়া হয়েছিল। এমন অভিযোগে সেসময় মামলাও হয়েছিল। তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ের করা মামলার বিচারে আজও কোনো অগ্রগতি নেই। বারবার সাক্ষগ্রহন পিছিয়ে চলেছে মামলার কার্যক্রম।

সংশ্লিষ্ট খবর

Back to top button