সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ

আাগামিকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ । সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই মাঠে নামবে টিম টাইগাররা।
ইনজুরিতে থাকায় সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসান, দুই পেসার তাসকিন আহমেদ-এবাদত হোসেন এবং ওপেনার তামিম ইকবাল, লিটন দাস। দলে একমাত্র সিনিয়র খেলোয়াড় হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম । তারুণ্য নির্ভর অনভিজ্ঞ দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত।
১৩ টেস্টে নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। ১৮তম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিলেটে এই প্রথম টেস্ট খেলবে কিউইরা। সবমিলিয়ে এটা হতে যাচ্ছে বাংলাদেশের ১৩৯তম টেস্ট ম্যাচ। এপর্যন্ত বাংলাদেশ ১০২টিতে হেরেছে, জিতেছে ১৮টি। এছাড়া টাইগাররা ড্র করেছে ১৮টি ম্যাচে।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), টম ব্লাডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়ং ও নিল ওয়াগনার।