fbpx
বাংলাদেশঅন্যান্য

মানুষের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে রাষ্ট্রপতির আহ্বান

মানুষের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, ডি এস সি এস সি’র প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সকালে, রাজধানীর মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে ডি এস সি এস সি কোর্সের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতি বলেন, জনগণের কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া একজন জনসেবক হিসেবে সর্বোচ্চ কর্তব্য। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ দেশের নিয়ম-কানুন ও সংবিধান মেনে, সম্মান, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব-কর্তব্য পালন করবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button