দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। বুধবার সন্ধ্যায় রাজধানীর তোপখানাস্থ দলীয় কার্যালয়ে দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার এই তালিকা ঘোষণা করেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৈমুর আলম খন্দকার বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেয়া হবে। ফাঁকা মাঠে আওয়ামী লীগকে গোল দিতে না দেয়ার জন্যই নির্বাচনে আসা।
তিনি আরও বলেন, আমরা ৩০০ আসনেই প্রার্থী দিবো। বাকি ২০ জনের নাম আমরা ফাইনাল করবো। যথাসময়ে নির্বাচন চান জানিয়ে তৈমুর আলম খন্দকার বলেন, নির্বাচান পেছানোর কোনো দাবি নেই। তবে নির্বাচন কমিশন যদি সব দলকে আনতে নির্বাচন পেছান তাহলে তাদের দল থেকে কোনো আপত্তি থাকবে না।
তৈমূর আলম খন্দকার আরও বলেন, ‘প্রার্থী ঘোষণার ক্ষেত্রে আমরা দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ পরিবারের লোকজন, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের অগ্রাধিকার দিয়েছি। যারা সমাজের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন।’