
নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় টেস্টে ১৭২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। একদিন শেষ করার আগেই ১৭২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এদিকে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা।বাংলাদেশ দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান করেছেন মুশফিকুর রহিম।
নিউজিল্যান্ডের বোলার স্যান্টার-প্যাটেলের ঘূর্ণিতে প্রথম সেশনে ১৮ রান তুলতেই ৪ উইকেট হারায় টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যাট করতে পারেনি মুশফিক মিরাজরা। বাংলাদেশের ১৭২ রানের বিপক্ষে ৩ উইকেট নেন ফিলপস ও স্যান্টার । প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। দিনশেষে ৫ উেইকেটে ৫৫ রান করে তারা।