নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ। সংবিধান মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে যাবে।
সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে, আবারো হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তিনি বলেন, কেউ নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করলে তাদের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। বলেন নির্বাচনে না এসে বিএনপি নাশকতা করছে, চোরাগোপ্তা হামলা করছে, নিষেধাজ্ঞা এলে তাদের ওপর আসা উচিত। বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো দল বা গোষ্ঠী আগুন সন্ত্রাস করে জনগণের যান মালের ক্ষতি করার চেষ্টা করলে তাদের সমুচিত জবাব দেয়া হবে।
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন গার্মেন্টস সেক্টর নিয়ে পানি ঘোলা করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।