জাতীয় নির্বাচন
নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন
নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন।
সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে দ্বিতীয় দিনেরমত আপিলর শুনানি অনুষ্ঠিত হয়। এসময় ৯৯টি আপিলের শুনানি শেষে আপিল নিষ্পত্তিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পেলেন। এসময় ৪১ জনের আবেদন নামঞ্জুর করে দিয়েছে কমিশন।
বাতিল হওয়া প্রার্থীরা হাইকোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশনে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি চলবে। বৈধতা ফিরে পাওয়া প্রার্থীরা সন্তোষ প্রকাশ করে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান।