খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে প্রসীতপন্থি ইউপিডিএফের ৪ নেতা নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের মধ্যে ৫৫-৬০ রাউন্ড গুলিবিনিময় হয়েছে বলে জানা গেছে। গভীর রাতে পানছড়ি উপজেলার ফাতেমানগরে এই ঘটনা ঘটেছে।
সকালে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা এ অভিযোগ করে বলেন, গতরাতে পানছড়ি উপজেলার পুজগাংয়ের অনীলপাড়ায়,দূর্বৃত্তের হামলায় পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল চাকমা, খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিনশা ত্রিপুরা নিহত হয়েছেন। এসময় হামলাকারীরা ২ জনকে অপহরণ করে নিয়ে যায় বলেও জানান,অংগ্য মারমা।