fbpx
জাতীয় নির্বাচন

আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের করা আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৬১ জন। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এসব আপিল শুনানি হয়। শুনানিতে সব নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সকাল থেকে ইসি ভবনে ক্রমিক নম্বর অনুসারে ২০১ থেকে ৩০০ পর্যন্ত আপিল শুনানি হয়। মোট ৯৮টি আপিল নিষ্পত্তি হয়, এরমধ্যে ৬১ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আবেদন নামঞ্জুর করা হয়েছে ৩৫ জনের এবং স্থগিত রাখা হয়েছে দুইজনের প্রার্থিতা। প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে। আর বাতিল হওয়া প্রার্থীরা উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

আগামীকাল ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৪০১ থেকে ৫০০ নম্বর এবং শুক্রবার (১৫ ডিসেম্বর) ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

গত রোববার থেকে শুরু হওয়া আপিল কার্যক্রম চলবে ছয় দিন (১৫ ডিসেম্বর পর্যন্ত)। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতে যেতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button