fbpx
বাংলাদেশনির্বাচনরাজনীতিসরকার

উৎসবমুখর পরিবেশে সারাদেশে প্রতীক বরাদ্দ

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। সকাল থেকে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। প্রতীক পেয়েই ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রচার-প্রচারণা শুরু করেছেন অনেক প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নিচ্ছেন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

গোপালগঞ্জের তিনটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলীয় নৌকা প্রতীক গ্রহণ করেন স্থানীয় নেতাকর্মীরা। জেলার তিনটি আসনে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

খুলনার ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। জেলায় এবার ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ফরিদপুরের চারটি আসনে ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এরমধ্যে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ঈগল পাখি প্রতীক পেয়েছেন।

চট্টগ্রামে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার প্রতীক বরাদ্দ শুরু হয়। জেলার ১৬ আসনে ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পাওয়ার পর অনেক প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

সিলেটের ৬টি আসনে ৩৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ করছেন রিটার্নিং কর্মকর্তা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের পক্ষে সিলেট আওয়ামী লীগ নেতারা দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর মিছিল নিয়ে প্রচারণা চালান সমর্থকরা।

রংপুরের ছয়টি আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয় সকালে। রাজশাহী-১ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক মার্কা পেয়েছেন। প্রতীক পাওয়ার পরই সামাজিকযোগমাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি।

ময়মনসিংহের ১১টি আসনে প্রার্থীদের মাঝে চলছে প্রতীক বরাদ্দ। প্রতীক পেয়ে প্রার্থীদের কর্মী সমর্থকরা মিছিল স্লোগানে প্রচারণা শুরু করেছেন। চাঁদপুরে দ্বাদশ নির্বাচনে অংশ নেয়া ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে। সকালে কুমিল্লার ১১টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। এখানে ৮৮ জন প্রার্থী লড়াই করবেন।

এছাড়া, বাগেরহাট, লালমনিরহাট, ঠাকুরগাঁও, বান্দরবান, পঞ্চগড়সহ অন্যজেলাগুলোতেও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। প্রতীক পেয়ে প্রচারণায় নেমে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসন থেকে জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button