বিএনপি বিচার বিভাগকে করায়ত্ব করেছিল: আনিসুল হক
বিএনপি’র সময় বিচার বিভাগকে করায়ত্ব করা হয়েছিল, বর্তমানে দেশে বিচার বিভাগ স্বাধীন বলে মন্তব্য করেছেন, আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ সংসদীয় এলাকায় নির্বাচনী প্রচারণার সময়, বিএনপি নেতা রুহুল কবীর রিজভীর বক্তব্যের সমালোচনা করে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করে দেশে স্বৈরশাসন চালাচ্ছিল, তখন বিচার বিভাগকে করায়ত্ব করা হয়েছিল। বিএনপি নির্বাচনে এলে সব নেতাদের মুক্তি দেয়া হবে,কৃষিমন্ত্রীর এমন বক্তব্যে আইনমন্ত্রী বলেন,কৃষিমন্ত্রী যা বলেছেন সেটি তার ব্যক্তিগত অভিমত।
আমি বলতে পারি বিএনপি নেতা যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে,তাদের বিচার এবং তাদের জামিনের বিষয়ে শুধুমাত্র আদালতই এ কথা বলতে পারে আর কেউ কথা বলতে পারে না।
এসময় আইনমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খলিফা কাজল,প্রমুখ।