fbpx
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রী

নির্বাচনী সফরে রংপুরে শেখ হাসিনা

নির্বাচনী সমাবেশে অংশ নিতে রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তারাগঞ্জে একটি পথসভা ও পীরগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। শেখ হাসিনার আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বসিত। পাঁচ বছর পর মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

এরআগে তারাগঞ্জে একটি পথসভায় অংশ নেয়ার কথা  রয়েছে শেখ হাসিনার। রংপুর-৬ পীরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনার পীরগঞ্জে যাওয়া উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকাবাসীর মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উচ্ছাস। পীরগঞ্জকে জেলা করার দাবি তাদের।

শেখ হাসিনার শশুর বাড়ি এই এলাকায়। সমাবেশে যোগ দেয়ার আগে তিনি পীরগঞ্জের ফতেহপুর জয় সদনে যাবেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে জানান, পীরগঞ্জে শেখ হাসিনার সমাবেশের সব প্রস্তুতিই চূড়ান্ত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button