ভোটের মাঠে সকল প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়া, কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে, তা মোকাবেলার জন্য কমিশন প্রস্তুত আছে বলে জানান তিনি। এদিকে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দিয়েছে অন্যান্য কমিশনাররা।
শনিবার সিলেট সার্কিট হাউজে জেলার ছয় আসনের নির্বাচনী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এরপর আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। সিইসি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। ভোটের মাঠে সকল প্রার্থী যেন সমান অধিকার পায়, সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করলে চাইলে তাদের মোকাবেলা করা হবে। সেই সক্ষমতা কমিশনের আছে।
এদিকে, যশোরের মণিরামপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, কোনো পরিস্থিতিতেই ভোট কারচুপি হতে দেয়া যাবে না।