মাউন্ট মঙ্গানুয়েতে ৩ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৭ রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। হার দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ হলো। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১১০ রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারায় । সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক নাজমুল শান্ত। অন্যদিকে নিউজিল্যান্ডের মিচেল সান্তনার পান চার উইকেট আর ২টি করে উইকেট তুলে নেন টিম সাউদি, অ্যাডাম মিলনে এবং বেন সিয়ার্স।