fbpx
অর্থনীতি

দাম বেড়েছে ব্রয়লার মুরগী ও মাছের

প্রতিবছর শীত মৌসুমে বাজারে সবজির দাম কম থাকলেও এবার চিত্র ভিন্ন। শীতের শুরুতে দাম কিছুটা কম হলেও আবারও অস্থির হয়ে উঠেছে । বিক্রেতাদের দাবি গত মাসের টানা বৃষ্টিতে অনেক ফলন নষ্ট হওয়ায়, সবজির দাম বেড়েছে।এছাড়া, বেড়েছে ব্রয়লার মুরগী ও মাছের দাম।

সবজির ভরা মৌসুমে বাজারে মিলছে নানা রকম তরতাজা সবজি। তবে দাম কমছে না। আরেক দফা বেড়েছে ব্রয়লার মুরগী, মাছ ও পেঁয়াজের দাম। ৫০ টাকার নিচে মিলছেনা কোন সবজি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে গরিবের পাংগাস ও তেলাপিয়াসহ অন্যান্য মাছের দাম। পাশাপাশি ডাল ও সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত।

এদিকে সরকার নির্ধারিত দামে মিলছে না গরু ও খাশির মাংশ। তবে, স্থিতিশীল রয়েছে অন্যান্য পণ্য। নিত্যপণ্যের দাম সাধারনের ক্রয় ক্ষমতায় আনতে, বাজার মনিটরিং জোরদারের দাবী ভোক্তাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button