fbpx
অপরাধবাংলাদেশ

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় ঢাকা মহানগর বিএনপি নেতাসহ গ্রেফতার ৬

রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন দেয়ার ঘটনায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি)।

দুপুরে, ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বিএনপির ১২ জন ভিডিও কনফারেন্সে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর পরিকল্পনা করেন বলেও জানান তিনি। ডিবি প্এরধান বলেন, এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা,ব্যবহৃত ফোন ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। তারা সরাসরি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করছে ডিবি।

সংশ্লিষ্ট খবর

Back to top button