নির্বাচন বর্জনের আহবানে বিএনপির দুই দিনের হরতালকে কেন্দ্র করে রাজধানীর সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। সকালে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে মিছিল শুরু করে বাংলামোটরে গিয়ে শেষ করেন।
অন্যদিকে, নির্বাচন বর্জনে রাজধানীর মালিবাগসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীরা। এছাড়া, জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো মিছিল-সমাবেশ করেছে।