উৎসবমুখর নির্বাচন হয়েছে, বিদেশিরাও স্বতঃস্ফূর্ত অভিনন্দন জানাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের জনগণের উৎসবমুখর অংশগ্রহণে নির্বাচন হয়েছে, বিদেশিরাও এতে স্বতঃস্ফূর্ত অভিনন্দন জানাচ্ছে, বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, দেশি-বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।
নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতির বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই একটি দেশ নির্বাচন নিয়ে কি বললো তা নিয়ে আমাদের মাথাব্যাথা নেই। পৃথিবীর অধিকাংশ দেশই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠ, সহিংসতামুক্ত, গ্রহণযোগ্য নির্বাচন করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে। সরকারের পক্ষ থেকেও কমিশনকে এ নির্বাচনে ব্যাপারে সর্বাত্মক সহায়তা করা হয়েছে।
উল্লেখ্য বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস অনুষ্ঠানে উপস্থিত থাকলেও, গণমাধ্যমকে এড়িয়ে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে যান।