fbpx
বাংলাদেশ

তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় গেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

দুপুরে হেলিকাপ্টার যোগে তিনি ঈশ্বরদী বিমানবন্দরে নামেন। পরে সেখান থেকে সড়ক পথে আসেন পাবনা সার্কিট হাউজে যান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সফরকালে রাষ্ট্রপতি পাবনা প্রেসক্লাব, ডায়বেটিক সমিতি পরিদর্শনের পাশপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে সৌজন্য সাক্ষাতসহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে যোগদান করবেন। আগামী ১৮ জানুয়ারী তিনি ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বৈরী আবহাওয়ার কারণে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ঘন কুয়াশার মধ্যে পড়ে আবার ঢাকায় ফিরে যায়। তাই গতকালের কর্মসূচি স্থগিত করা হয়।

জানা যায়, আগামী কাল বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে রাত্রিযাপন করবেন। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button