fbpx
বাংলাদেশ

ঠান্ডা-বৃষ্টির পরে দেখা মিলেছে সূর্যের

কয়েকদিনের তীব্র শীত আর বৃষ্টির পর আজ সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে দেখা মিলেছে সূর্যের। কমে এসেছে শীতের তীব্রতাও। অনেকটাই স্বস্তি ফিরেছে জনজীবনে।

আবহাওয়া অফিস বলছে, দু-একদিনের মধ্যে ঠাণ্ডা ও কুয়াশা আরও কমে আসবে। উত্তরের জনপদে এখনও শীত বিরাজ করছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এখনও শীতের তীব্রতা রয়েছে আছে ঘন কুয়াশা।

এছাড়া চলতি মাসে আর কোন শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সংশ্লিষ্ট খবর

Back to top button