fbpx
বাংলাদেশ

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা

শেষ হলো তাবলীগ জামায়াতের ৫৭তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ পাড়। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন,ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ।

তীব্র শীতে ফজরের নামাজের পর পরই শুরু হয়, হেদায়েতী বয়ান। সকাল থেকে বয়ান করেন, ভারতের মাওলানা মুফতি মাকসুদ। বাংলায় তরজমা করেছেন,মাওলানা আব্দুল্লাহ।
ফজরের নামাজের পর থেকে,আখেরী মোনাজাতে অংশ নেয়ার জন্য, ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন এলাকা থেকে, মুসল্লীদের ইজতেমা ময়দানের আসতে দেখা যায়। আখেরী মোনাজাতে যোগদানের সুবিধার্থে,রেলওয়ের পক্ষ থেকে, টঙ্গীতে সকল ট্রেন ৩মিনিট যাত্রা বিরতির ব্যবস্থা রাখা হয়

সকাল ১১টা ১৭মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১১টা ৪৩ মিনিটে। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত শেষে মুসুল্লিরা ছড়িয়ে পড়বেন হেদায়েতী দাওয়াতে।
মুসল্লীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে, জানিয়েছেন জিএমপি কমিশনার।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button