fbpx
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

যে কোন পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা রয়েছে সরকারের: প্রধানমন্ত্রী

দেশের সামগ্রিক উন্নয়নে, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতায় গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোন পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। সোমবার  সকালে আনসার ভিডিপির ৪৪তম জাতীয় সমাবেশে একথা বলেন তিনি।

অশুভ শক্তির অপতৎপরতা মোকাবেলা কোরে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে বাহিনীর সদস্যদের কাজ করার তাগিদ দেন সরকার প্রধান।

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই বাহিনীর সদস্যদের অংশগ্রহনে মনমুগ্ধকর প্যারেড পরিদর্শন করেন তিনি। এরপর মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ এবং সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে অসীম সাহসিকতা ও কৃতিত্বপূর্ন অবদান রাখায়, ৫টি বিভাগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮০ জন সদস্যকে পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় গুরুত্বপূর্ণ যে কোন প্রয়োজনে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে বলে, বাহিনীর ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান।

যে কোন অশুভ তৎপরতা মোকাবেলায় বাহিনীর সদস্যদের অর্পিত দায়িত্ব সততা ও আন্তরিকতার সাথে পালন করার নির্দেশ দিয়ে, দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরী বলে সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি।

এছাড়া সবার সহযোগিতায় আবারো স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার পুনর্ব্যাক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button