
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের এক বল বাকি থাকতেই ১৭৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারায় কিউইরা । ওপেনার ট্রাভিস হেড হাফসেঞ্চুরির আগেই ফেরত যান। অসি ব্যাটারদের চাপে রাখতে পারলেও স্বাগতিকরা অতিরিক্ত রান খরচ করে। ম্যাচে ১৩টি ওয়াইড ও লেগ বাইসহ মোট অতিরিক্ত ২৩ রান দিয়েছে।
এন আর/ বাংলা টিভি