fbpx
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিক

ইরানি কনস্যুলেটে হামলা বিনা জবাবে পার পাবে না: লেবাননের হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে বর্বরোচিত ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ওই আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ হামলা বিনা জবাবে পার পাবে না।

হিজবুল্লাহ মঙ্গলবার ভোররাতে এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ইসরাইলি কাপুরুষতার ধারাবাহিকতা বলে বর্ণনা করা হয়েছে।

বিবৃতিতে সাত ইরানি সামরিক উপদেষ্টার শাহাদাতে ইরানের সরকার ও জনগণকে শোক ও সমবেদনা জানানো হয়। এতে বলা হয়, এ ধরনের হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ অক্ষকে ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম থেকে বিরত রাখা যাবে না; বরং এর ফলে প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা শক্তিশালী হবে।

দামেস্কের ইরানি কূটনৈতিক মিশনে হামলার জবাব ও প্রতিশোধ গ্রহণের অধিকার প্রতিরোধ পক্ষ সংরক্ষণ করে বলে হিজবুল্লাহর বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সোমবার বিকেলে দামেস্কের ইরান দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। হামলায় কনস্যুলেট ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং একজন ব্রিগেডিয়ার জেনারেলসহ সাত ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হন।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button