চট্টগ্রাম ব্যুরো
সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির ১ মাস পর, ২৩ নাবিক নিয়ে কুতুবদিয়ায় নোঙর করেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। মুক্তির পর আমদানি করা ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে গত ৩০ এপ্রিল ভোররাতে ছেড়ে আসা জাহাজটি দুপুরের দিকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, জাহাজটিতে চুনাপাথর থাকায়, জাহাজটির ড্রাফট বেড়ে হয়েছে সাড়ে ১২ মিটার, যা চারতলার সমান। ফলে বন্দরের জেটিতে ভেড়ানো সম্ভব না। যার কারণে কুতুবদিয়ায় নোঙর করা হয়েছে। লাইটার জাহাজ যোগে নাবিকদের আগামীকাল বিকেল চারটা দিকে বন্দরের সদরঘাট কেএসআরএম জেটিতে আনা হবে বলে জানা তিনি। সেখানেই তাদের বরণ করা হবে।
এর আগে গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ জাহাজটি জিম্মি করে সোমালি জলদস্যুরা।
বাংলা টিভি / এমএএইচ