fbpx
আওয়ামী লীগ

অপকর্ম প্রমানিত হলে শেখ হাসিনা কাউকে ছাড় দেন না: ওবায়দুল কাদের

ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ‘স্বর্ণ চোরাচালানকারী’ ছিলেন, এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘সে কী ছিল বড় কথা নয়,জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছিল।

তবে অপকর্ম প্রমানিত হলে শেখ হাসিনা কাউকে ছাড় দেন না,দলের লোক হলেও জিরো টলারেন্স নীতি তার।

দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্যদের পরিচিতি সভায় যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। কাদের বলেন, আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা যাবেনা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button