fbpx
বাংলাদেশঅন্যান্য

সাগরে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেবে রাতেই

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে এগিয়ে আসছে দেশের উপকূলের দিকে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আজ রাতেই।

এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে ‘রেমাল’ । ঘুর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক প্রস্তুতি নেয়া হয়েছে। উপকূলীয় এলাকায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করছেন কোস্ট গার্ড সদস্যরা। নিকটবর্তী সাইক্লোন সেল্টার স্টেশনে আশ্রয় গ্রহণের জন্য সকলকে সচেতন করা হচ্ছে।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গভীর নিম্নচাপটি দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো।

পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে শনিবার মধ্যরাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button