fbpx
অন্যান্যবাংলাদেশ

শিশির ভেজা শীতের বার্তা

রাতভর শিশির পড়া, ভোর থেকেই দিগন্তজুড়ে কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সকালের সূর্যকেও যেনো কুয়াশায় ভেতর থেকে উঁকি দিতে হয়। ঘাসের ডগায় শিশির মাড়িয়ে চাষী ছোটেন ফসলের ক্ষেতে। পাখির কিচির-মিচিরে মুখর প্রাণ প্রকৃতির চিরায়ত রূপ।

প্রকৃতিতে নেমে এসেছে শীতের বার্তা। রাতের আঁধার কাটতেই ভোরের আলোতে যেন নতুন চেহারা। শিশির ভেজা সবুজ আর কুয়াশামাখা সকাল। কার্তিক মাসের বৃষ্টির পর প্রকৃতিতে লেগেছে শীতের হাওয়া।

কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে। দিগন্তজোড়া প্রান্তর গাছপালা ঘাসের ডগা আর ধানের শীষে জমে থাকা শিশির বিন্দু সৃষ্টি করেছে এক অপরূপ সৌন্দর্যের। প্রকৃতির এই পরিবর্তনই বলে দিচ্ছে শীত নেমেছে ধরনীতে।

পাখিদের কিচির-মিচির শব্দে, যেন নীরবতা ভেঙ্গে জেগে উঠছে প্রকৃতি। শীতকে বরণ করতেই যেন এত বিরাট আয়োজন। এরপর সকালের কুয়াশা কাটিয়ে সোনা রোদ যেন বাড়িয়ে তোলে, চারিদিকের উজ্জ্বলতা। এও সৌন্দর্যের এক নৈসর্গিক রূপ। সাথে আহবমানকাল কথা মনে করিয়ে দেয় হিমেল বাতাস।

তবে বেলা বাড়ার সাথে সাথে আড়মোড়া ভেঙ্গে বাড়তে থাকে মানুষের পদচারনা। একইসঙ্গে থাকে, কালকের নতুন ভোরে আবারো শিশিরভেজা প্রাণপ্রকৃতির প্রত্যাশা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button