আন্তর্জাতিকযুক্তরাজ্য
মস্কোতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ৬
মস্কোতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের ঘটনায় ২০০ জনকে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওই ভবনে একটি হোটেল রয়েছে। মধ্যরাতের আগে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরে রুমে রুমে গিয়ে দেখা হয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, ভবনের পঞ্চম তলায় এই আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তারা মামলা করেছে।