fbpx
বাংলাদেশসরকার

নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, সাইবার ইউনিট এ নিয়ে কাজ শুরু করেছে।

সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নিরাপত্তা বিষয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

এ সময় আগস্ট মাসকে সামনে রেখে সরকার পতনের এক দফা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button