
বিএনপি সমাবেশ গুলোতে ইন্টারনেট নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার মানুষের অধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ সব অভিযোগ করেন।
ফখরুল বলেন,ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে শুধু বিএনপির নেতাকর্মী নয়,মুক্তমনা মানুষ হয়রানির শিকার হচ্ছে। গণঅভ্যুত্থানের ভয়ে বিরোধীদল দমনে সরকার ডিজিটালাইজেশনসহ ইন্টারনেট শাটডাউনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি আরও জানান, বিটিআরসিকে সরকার জনগণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে নতুন আধুনিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যা সুস্পষ্টভাবে ব্যক্তির নাগরিক অধিকার লঙ্ঘন।
বাংলা টিভি / বুলবুল