fbpx
আন্তর্জাতিকপ্রধানমন্ত্রী

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি আসবে সেপ্টেম্বরে: রোসাটম মহাপরিচালক

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র্রের পারমাণবিক জ্বালানি আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন রুশ রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন-রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা জানান।

বৈঠকে রোসাটম ডিজি প্রধানমন্ত্রীকে আরএনপিপি’র সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করাসহ প্রকল্পটি নিয়ে আলোচনা করেন। এসময় তারা আরএনপিপি’র উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন নিয়েও কথা বলেন। প্রধানমন্ত্রী কোভিড মহামারি এবং বৈশ্বিক সংকট সত্ত্বেও আরএনপিপি’র কাজ এগিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়া প্রযুক্তি ও আর্থিক সহায়তার জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button