fbpx
আন্তর্জাতিকএশিয়া

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোয়ারুল হক কাকারকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালযয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা (এনএ) রাজা রিয়াজ কাকারের নাম নিয়ে ঐকমত্য পোষণ করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে। খবর ডনের

পিএমওর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,প্রধানমন্ত্রী শাহবাজ এবং রিয়াজ কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে পরামর্শ পাঠিয়েছেন রাষ্ট্রপতি আলভির কাছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এক সংবাদ সম্মেলনে রিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

রিয়াজ কাকার সাংবাদিকদের বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আমরা ঐকমত্যে পৌঁছেছি যে আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন। আমি এই নামটি দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী এই নামটিতে সম্মতি দিয়েছেন। আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রোববার শপথ নেবেন কাকা।
শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শাহবাজ আস্থার সঙ্গে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রধানের নাম শনিবারের মধ্যে চূড়ান্ত করা হবে। এমনকি শুক্রবার রাতে বিদায়ী ক্ষমতাসীন জোটের নেতাদের জন্য একটি নৈশভোজেরও আয়োজন করেছিলেন শাহবাজ। সেখানে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা করেছেন।

ডন জানিয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করতে দেরি হচ্ছে কারণ রাজা রিয়াজকে ‘বন্ধুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতা’ হিসেবে ভরসা করতে পারছে না সরকার পক্ষ। তিনি এক্ষেত্রে দ্বীমত পোষণ করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্র ডনকে জানিয়েছে, পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বলেছেন যেন প্রাক্তন অর্থমন্ত্রী ইসহাক দারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত করা হয়। যদি দারকে মনোনিত না করা যায় তবে সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে মনোনিত করতে বলেছেন তিনি।

অপরদিকে রিয়াজ চেয়েছিলেন সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানিকে মনোনিত করতে। এমনকি শুক্রবার রিয়াজ, দার ও আহসান ইকবালের সঙ্গে সানজরানি সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button