জাতীয় পার্টির চেয়ারম্যান পরিবর্তনের খবর ভুয়া: চুন্নু
![জাতীয় পার্টির চেয়ারম্যান পরিবর্তনের খবর ভুয়া: চুন্নু 1 fghjnm](https://banglatv.tv/wp-content/uploads/2023/08/fghjnm.jpg)
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। তবে বিষয়টিকে ‘ভুয়া’ বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।
আজ মঙ্গলবার (২২ আগস্ট)জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু এক ভিডিও বার্তায় এমনটি জানান।
ভিডিও বার্তায় চুন্নু বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরটি ভুয়া। আমাদের দলের গঠনতন্ত্রে এইভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।’
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘যাদের স্বাক্ষর করার কথা বলা হচ্ছে, তাঁদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেন নাই। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলেই চেয়ারম্যান হতে পারবে না ও অব্যাহতি দেওয়া যাবে না। এটি নিয়মতান্ত্রিক উপায়ে হতে হবে। ’
এদিকে আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে রওশন এরশাদ এই দায়িত্ব গ্রহণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রওশন এরশাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’
জাতীয় পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটির চেয়ারম্যান জি এম কাদেরকে সরিয়ে দশম জাতীয় কাউন্সিল পর্যন্ত তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।