ভিসানীতি নিয়ে বিএনপি যুক্তরাষ্ট্রের এজেন্সির মতো কথা বলছে
নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর ভয় দেখায় মির্জা ফখরুলরা, মনে হয় আমেরিকা তাদের এজেন্সি দিয়েছে- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, দেশের জনগণ বিএনপি ষড়যন্ত্রকে আর মেনে নেবে না।
মঙ্গলবার কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা বলেন, বিএনপি বিদেশি প্রভুদের কাছে নালিশ করে দেশের গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করতে চায়। দেশের জনগণ তাদের ষড়যন্ত্রকে আর মেনে নেবে না।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কেউ শোনে না। বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন তাতে মনে হয় আমেরিকা তাদেরকে এজেন্সি দিয়েছে। আর আওয়ামী লীগ কারও নিষেধাজ্ঞার পরোয়া করে না, দেশের সংবিধানকে অনুসরণ করে নির্বাচন হবে।
এসময় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।