fbpx
বাংলাদেশসরকার

আগুন সন্ত্রাস পরিহার করে বিএনপিকে নির্বাচনে আসার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

আগুন সন্ত্রাস পরিহার কোরে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন,জনগণ যাকে ভোট দেবে তারাই আগামীতে সরকারে যাবে।

রোববার (১৫ অক্টোবর) ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পথচারীদের যাতে বিড়ম্বনায় পড়তে না হয়, সেজন্য রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টয়লেটের ব্যবস্থা রাখতে, সিটি কর্পোরেশনের প্রতি আহবান রাখেন।

তিনি বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা কোরে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।তাদের যেন কোন অসুবিধা না হয়,সেজন্যই ছোট ছোট পুলিশ বক্স করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button