fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

২৮ অক্টোবর রাজধানী অচল হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবর রাজধানী অচল হতে দেয়া হবে না, একথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

রোববার (২২ অক্টোবর) দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি রাজধানীতে বড় কর্মসূচি দিয়েছে বিএনপি, সেখানে তারা লোকসমাগম করবে। কিন্তু এতে করে সাধারণ মানুষের যাতায়াত যাতে ব্যাহত না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে থাকবে। এছাড়া পূজার উদযাপন ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button