fbpx
বাংলাদেশপ্রধানমন্ত্রীস্বাস্থ্য

বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে চলবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মাটিতে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (২২ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মঠ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোথাও যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

তিনি বলেন, সব ধর্মের মানুষের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। এই দেশের মাটিতে যাদের জন্ম সকলেই সমান অধিকার ভোগ করবে।

পরে রামকৃষ্ণ মিশনে আয়োজিত দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন সরকারপ্রধান।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রায় সবাই মিলে একযোগে কাজ করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button