fbpx
বাংলাদেশ

এখনও নির্বাচনের অনুকূল পরিবেশ হয়ে ওঠেনি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘কোনো সংকট সৃষ্টি হলে তা নিরসনে আমরা অত্যন্ত আন্তরিক। আমাদের প্রত্যাশা আয়োজক হিসেবে নির্বাচন আয়োজন করতে চাই। প্রত্যাশা প্রথম থেকেই ছিল, কিন্তু এখনও নির্বাচনের অনুকূল পরিবেশটুকু হয়ে ওঠেনি।’

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে এক কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের বিষয়টা হচ্ছে, আন্তরিক যে পরিবেশ সেটা অনুকূল হয়ে উঠুক। এজন্য সবাইকে নিরন্তর আহ্বান করে যাচ্ছি, সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদের আমার পক্ষ থেকে পত্র দিয়েছি। কিন্তু সাড়া পাইনি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার। তাদের নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না।’

তিনি আরোও বলেন, ‘আমরা দায়িত্বগ্রহণ করার পর থেকে যেন কোনো মসৃণ জমিনের উপর দিয়ে চলছি না। প্রতিনিয়ত কিন্তু কিছু সমালোচনা হচ্ছে, অনাস্থার কথা বলছে, সংকটের কথা চলছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button