Uncategorized
রোববার থেকে ফের বিএনপির ৪৮ ঘন্টার অবরোধ
টানা তিন দিনের অবরোধ শেষে আগামী রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে সোমবার (৬ নভেম্বর) ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। ওই সমাবেশ ঘিরে নয়াপল্টন-কাকরাইল-বিজয়নগর এলাকায় ব্যাপক সহিংসতা হয়।সমাবেশে হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে বিএনপি ২৯ অক্টোবর হরতাল পালন করে। এরপর ৩১ অক্টোবর থেকে টানা ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দলটি। তাদের পাশাপাশি জামায়াতসহ যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও এ কর্মসূচি ঘোষণা বা এতে সমর্থন দেয়।