সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিবন্ধনে আনতে নতুন আইন করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনতে, নতুন আইন করা হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে ‘গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তথ্যমন্ত্রী। বিদেশে বসে গুজব ছড়িয়ে, আর ধরাছোঁয়ার বাইরে থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। এছাড়া নির্বাচনকে সামনে রেখে কেউ যেনো অপপ্রচার করতে না পারে, সেজন্য গণমাধ্যমকেও সোচ্চার থাকার আহবান জানান তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য আইন করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের সার্ভিস প্রোভাইডারের সেখানে নিবন্ধিত হতে হবে। অন্যান্য দেশে আইন করেছে। আমাদের দেশে এখনো আইনটি হয়নি।
তিনি বলেন, আমরা তাদের (সামাজিক যোগাযোগ মাধ্যম) সঙ্গে আলোচনা করছি, বারবার তাগাদা দিচ্ছি। এখানে অফিস করার জন্য বলছি, বাংলাদেশে আইনের নিবন্ধিত হওয়ার জন্য বলছি। তবে তাদের এখানে নিবন্ধিত হতেই হবে সেই বাধ্যবাধকতা আরোপ করা আইনটি এখনো করা হয়নি। সেটি করার প্রয়োজনীয়তা রয়েছে।