fbpx
নির্বাচন

ইসি চাইলে তফসিল সমন্বয় করতে পারে; আপত্তি নেই: ওবায়দুল কাদের

সংবিধানের সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন চাইলে তফসিল সমন্বয় করতে পারে। সেক্ষেত্রে, তার দলের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে, কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে, রাষ্ট্রপতির কাছে জাতীয় পার্টির তফসিল পেছানোর অনুরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। তিনি জানান, নির্বাচনের বিষয়টি পুরোপুরি কমিশনের হাতে। এখানে সময়সীমা নির্ধারিতসহ যাবতীয় বিষয়ে তাদের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রয়েছে, সরকারের কোন হস্তক্ষেপ নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button