সরকার কারও ওপর চাপ সৃষ্টি করছে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
নির্বাচনে আসার জন্য সরকার কারও ওপর চাপ সৃষ্টি করছে না; বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (বুধবার) সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, বিএনপির অপরাজনীতি ও ধ্বংসাত্মক রাজনীতির কারণেই তাদের জোট থেকে অনেকে বেরিয়ে যাচ্ছে। কাউকে চাপ সৃষ্টি করে বের করে আনা হয়নি। এছাড়া, যারা জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য করে, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহীমের বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোট গঠন করে। এ জোট ঘোষিত তফসিল অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ারও ঘোষণা দিয়েছে। এতে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর চাপ ছিলো কি না- একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে আসার জন্য সরকার কারও ওপর চাপ সৃষ্টি করছে না।’