fbpx
নির্বাচন

আচরণবিধি না মানলে ব্যবস্থা: ইসি আলমগীর

মোটরসাইকেল বা গাড়িতে শোডাউন এবং মিছিল করলে আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ (বুধবার) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি। কমিশনার আরো বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আচরণবিধি না মানলে ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নেবেন। এছাড়া মিছিল করে পার্টির নমিনেশন পেপার কেনার বিষয়টি নির্বাচন কমিশনের আচরণবিধির আওতায় পড়ে না বলেও জানান তিনি।

অনেকেই আচরণ বিধিমালা মানছে না, কী ব্যবস্থা নেবেন? এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ইসির অবস্থান বিধিমালা অনুযায়ী আছে। যেগুলো নিষিদ্ধ করা আছে সেগুলো আমরা দেখবো। রাজশাহীতে রিটার্নিং কর্মকর্তারা একজনের আচরণবিধি ভঙ্গের প্রতিবেদন দিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button