হরতাল অবরোধের তেমন কোন প্রভাব পড়েনি রাজধানীর নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় সবধরণের সবজির দাম। তবে বেড়েছে চিনি,সয়াবিন ও আটার দাম। অন্যান্য মাছের দাম কমলেও বেড়েছে ইলিশের দাম।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি প্রকার ভেদে সবজির দাম কমেছে ২০ টাকা পরযন্ত। নতুন আলু বাজারে আসায় পুরনো আলুর দাম কিছুটা কমেছে। আটা, চিনি ও সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। ইলিশের দাম বাড়লেও অন্যান্য মাছের দাম কমেছে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পরযন্ত। ডিম, পেঁয়াজসহ মাংসের দাম রয়েছে অপরিবর্তিত।