বিএনপি এখন আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে, সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মূল নেতৃত্ব দলের নেতাদের কারাগারে আবদ্ধ করে রেখেছে।
সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী আরও বলেন, কোনো একটা দল অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক নয়, এটি চিন্তার দৈন্যতা। এছাড়া, মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু পত্রিকা ধুম্রজাল তৈরি করে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।