বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি জানিয়েছেন, আমেরিকার চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় কোনো চাপ অনুভব করছে না।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব একথা বলেন। তিনি জানান, বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার কোনো আইন বিশ্ব বাণিজ্য সংস্থার নেই। এছাড়া দেশের শ্রমিকদের অধিকার কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে জোর দেয়া হচ্ছে বলে জানান সচিব।