fbpx
রাজনীতিবিএনপি

অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনে, রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি।

সকালে এলিফেন্ট রোড ও বেইলি রোডে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে, লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। ঢাকা জাজকোর্ট থেকে লিফলেট বিতরণ ও মিছিল সমাবেশ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে, জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো ‍মিছিল-সমাবেশ করেছে। সমাবেশ থেকে অসহযোগ আন্দোলন সফল করতে, দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোটবর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভী। একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানিয়ে রিজভী বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button