fbpx
বানিজ্য সংবাদঅর্থনীতি

নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা নিত্যপণ্যের বাজার

কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে দেশীয় আদা, পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচের দাম। এদিকে, ভরামৌসুমেও কমেনি শীতকালীন সবজি দাম। হঠাৎ করে আবার বেড়েছে রসুনের দাম। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন,সরবরাহ কম থাকায় দাম বেশি।

সকালে রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, নিত্যপণ্যের বাজার যেন পাগলা ঘোড়া। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আদা, রসুন ও শুকনো মরিচ সহ অনেক পণ্যের দাম। দেশীয় রসুন কেজিপ্রতি বেড়েছে ৬০-৮০ টাকা পরযন্ত।আর নতুন আলু ৭০ থেকে ৮০ টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম কমানো যাচ্ছে না। তাই,প্রতিদিনের খাবার তালিকা থেকে পুষ্টি বঞ্চিত হচ্ছেন পরিবারের সদস্যরা।

এদিকে চিনির সংকট এখনও কাটেনি। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে। তবে অপরিবর্তিত রয়েছে তেল,আটা ও ময়দার দাম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও,দাম অপরিবর্তিত। ফলে অসহায় আত্মসমর্পণ করছেন ক্রেতারা।

শীতকালীন সবজি বাজারে থাকাতে ,সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে । তবে বেড়েছে আদা রসুনের দাম। সুষ্ঠু বাজার মনিটরিংয়েন মাধ্যেমে বাজার নিয়ন্ত্রণ রাখার দাবি ভোক্তাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button