fbpx
রাজনীতিআওয়ামী লীগজাতীয় নির্বাচন

এবারের নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এবারের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দলের নেতাকর্মীসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

বিকেলে ভার্চুয়ালি দেশের ৫ জেলা এবং ১ উপজেলার নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চান শেখ হাসিনা। বলেন, ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে দেশের মানুষকে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তায়নের জবাব দিতে হবে।বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় চতুর্থধাপে, বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা,রাজশাহী, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া,কুমিল্লা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় নির্বাচনী জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তৃতায়, বিগত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, কেবল আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের জনগণের কল্যাণ হয়।

শেখ হাসিনা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন দেশে গণতন্ত্রের জন্য মাইলফলক হয়ে থাকবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি বলেন, কোন অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না।

বাংলাদেশকে এগিয়ে নিতে আবারও নৌকায় ভোট চান শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button